ডেস্ক নিউজ : সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল শনিবার (১৩ জুন) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অসুস্থতার মধ্যেও ডা. জাফরুল্লাহ মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পেয়ে আমাকে হাসপাতালে ডেকে নিয়ে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ডা. জাফরুল্লাহ বলেন, স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে সরকারের মন্ত্রিসভার সদস্য ও বিরোধী দলে থাকাকালীন রাজনীতি ও সমাজের জন্য অনেক কাজ করে গেছেন মোহাম্মদ নাসিম। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।