শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ তালিকাভুক্ত ডাকাত গ্রেফতার     

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে তালিকাভূক্ত ডাকাত আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ গ্রেফতার দুই ডাকাত । আজ ১৫ জুন সোমবার  বিকালে  নরসিংদী মডেল থানার এসআই নঈমুল ইসলাম মোস্তাক ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামানের নেতৃত্বে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলার তালিকাভূক্ত ডাকাত ও সন্ত্রাসী (১) মোঃ ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ(৪৩), পিতা-হাজী মোঃ ফজলুর রহমান, মহল্লা-দাসপাড়া, (২) মোঃ ইমরান হোসেন (২৫),পিতা-মোঃ মোক্তার হোসেন, মহল্লা -ঘোড়াদিয়া, তাদের  গ্রেফতার করেন।
গ্রেফতারের সময় আসামী ইলিয়াছের দখল থেকে ০৫ (পাঁচ) রাউন্ড কার্তুজ লোডকৃত একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ইমরানের দখল থেকে  একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ইয়াবা উদ্ধার ৫০ পিস। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক করে ডাকাতি,অস্ত্র, মাদক মামলা আছে বলে জানায় পুলিশ।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দুটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর