মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে কমিশন পেলেন ২৪ নারীসহ ২৫৫ জন

ডেস্ক নিউজ : দেশের সেনাবাহিনীতে কমিশন পেলেন ২৪ নারীসহ ২৫৫ জন। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭৮তম দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের এই কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ স্বল্প পরিসরে অনাড়ম্বরভাবে আজ বৃহস্পতিবার ভাটিয়ারিস্থ এ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসব তরুণ সেনাকর্মকর্তরা সেনাবাহিনীর চলমান ‘অপারেশন কভিড শিল্ড’-এ উল্লেখযোগ্য অবদান রাখবে।

প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে আর্মি ট্রেনং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বিএমএ’র কমান্ড্যান্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রম এরিয়া কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃদ এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের পিতা-মাতা ও অভিভাবকরা এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

এই বিভাগের আরো খবর