সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে রক্ষা পেতে এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির বিশেষ মোনাজাত

মোঃ সালাহউদ্দিন আহমেদ : মরণঘাতি (করোনা ভাইরাস কোভিড-১৯) থেকে দেশ, জাতীসহ সারা বিশ্বের মানুষের মুক্তি ও সুস্থতার জন্য এপেক্স ক্লাব বাংলাদেশ এর নির্দেশনায় এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুকবার নরসিংদীর রাধুনী হোটেল হলরুমে বাদ এশা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নরসিংধী দরবার শরীফ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইয়াসীন। নিরাপদ দুরুত্ব ও ¯^াস্থ্যবিধি মেনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর লাইফ মেম্বার ও ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি এপেক্সিয়ান ইরফান আহমেদ মোল্লা রিপন, লাইফ মেম্বার এপেক্সিয়ান আফজাল ভুইয়া, ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহিরুল ইসলাম জামিল মোল্লা, ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আরিফুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ মোস্তফা মিয়া, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফরিদ মিয়া, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ওবায়দুল কবীর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইফুল ইসলাম জাহিদ, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোস্তফা মিয়া, ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান তৌহিদুর রহমান মিঠুন, এপেক্স ক্লাব অব ভৈরবের সেক্রেটারী এপেক্সিয়ান মোকারম হোসেন ভুইয়া, এপেক্সিয়ান মোতাহার হোসেন মৃধা, এপেক্সিয়ান মোবারক হোসেন ভুইয়া, এপেক্সিয়ান শামীম আহমেদ, এপেক্সিয়ান ইকবাল হোসেন খান, এপেক্সিয়ান বেদন মিয়া প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর