শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ হয়ে উঠছেন মাশরাফি

ডেস্ক নিউজ : সুস্থ হয়ে উঠছেন ক্রিকেটার ও রাজনীতিবিদ মাশরাফি বিন মর্তুজা। গত শনিবার মাশরাফির করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে তিন-চারদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। তবে গতকাল রবিবার আগের তুলনায় ভালো অনুভব করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

জানা গেছে, মাশরাফির জ্বর কমে এসেছে। ব্যথা একটু কমেছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানান মাশরাফি নিজেই। তিনি আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও শ্যালিকাও করোনায় আক্রান্ত হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

এই বিভাগের আরো খবর