শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি এখনও পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আজ সোমবার কিছু খবর ছড়িয়ে পড়ে। তিনি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন কিংবা তার জন্য সরকারি হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। তবে এসব খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্যাশ স্বয়ং। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বিষয়টি পরিস্কার করেছেন তিনি।

মাশরাফি লিখেছেন, আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে কালের কণ্ঠকে মাশরাফির রাজনৈতিক সহচর সৌমেন বসু জানিয়েছেন, ‘একটু বুকে ব্যথা হচ্ছে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। শ্বাসকষ্ট হচ্ছে না। তবে তার যেহেতু অ্যাজমার পুরনো সমস্যা আছে, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবস্থার যদি অবনতি হয়, তবে বিকেলে হাসপাতালে নিয়ে যাব।’

এই বিভাগের আরো খবর