শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় নতুন ৩৪১২ জন শনাক্ত

ডেস্ক নিউজ : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩,৪১২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার ৬৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩,৪৮০ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,১৯,১৯৮ জন। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬,২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট ৬,৪৪,০১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর