রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রানআপের আগে বলে চুমু নয়: মালিঙ্গাকে শচীনের বার্তা

স্পোর্টস ডেস্ক : রানআপ শুরুর আগে লাসিথ মালিঙ্গার বলে চুমু দেওয়ার অভ্যাসের কথা সবাই জানেন৷এই শ্রীলঙ্কান তারকা পেসারের অদ্ভূত বোলিং অ্যাকশন তো আলোচনায় থাকেই সবসময়। এবার এই বোলারের বোলিং রানআপের আগে চুমুর বিষয়ে কথা বললেন খোদ শচীন টেন্ডুলকার। মূলত মালিঙ্গাকে সচেতন করতেই এ অভ্যাস থেকে সরে আসার বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার৷

করোনার জেরে ক্রিকেটের নিয়মকানুনেও অনেক বদল এসেছে ৷ বলে থু থুর ব্যবহার বন্ধ হয়েছে ৷ কিন্তু বোলিং রানআপ শুরু করার আগে বলে চুমু দেওয়ার এই অভ্যাস মালিঙ্গাকে নিজেকেই বদল করতে হবে ৷ মঙ্গলবার মালিঙ্গার বল চুম্বনের একটি ছবি টুইট করে শচীন লিখেছেন, আইসিসি’র নতুন নিয়ম অনুযায়ী কোনো একজনকে তার রানআপের পদ্ধতি বদল করতে হবে! এখন এ বিষয়ে কী বলবেন মালি?  শচীনের এই টুইটের কোনো জবাব অবশ্য দেননি মালিঙ্গা ৷

এই বিভাগের আরো খবর