সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্য গ্রেফতার। আজ বুধবার (২৪ জুন ) নরসিংদী মডেল থানার এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দিবাগত রাত ০২:৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পার্শ্ব হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য (১) আব্দুল্লাহ (২০),পিতা-জামাল উদ্দিন, গ্রাম -গজারিয়া,থানা-পলাশ, জেলা-নরসিংদী বর্তমান মহল্লা -বানিয়াছল, (২) মোঃ মাছুম (২০),পিতা-রুস্তম আলর, মহল্লা -ইউএমসি ওল্ড কলোনী,উভয় থানা ও জেলা-নরসিংদীদের দখল হতে দেশীয় অস্ত্র একটি ষ্টীলের বাটযুক্ত চাপাতি ও একটি প্লাস্টিকের কাভারযুক্ত স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধারসহ গ্রেফতার করে।উক্ত ডাকাতগন তাদের দলীয় অপরাপর ডাকাতদের সাথে সমবেত হয়ে সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর