সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ হয়ে উঠছেন সাবেক মন্ত্রী মোশাররফ

ডেস্ক নিউজ : করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেই এ তথ্য জানান। মোশাররফ বলেন, ধীরে ধীরে ভালো হয়ে উঠছি। বাসায়ই আছি।

প্রসঙ্গত, গত ১৯ জুন নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে খন্দকার মোশাররফ হোসেনের। তিনি বর্তমানে ঢাকায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

খন্দকার মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আওয়ামী লীগের দুই সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরো খবর