সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে চলন্ত ট্রাকের ছাদে বসে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাক হেল্পারের মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে বসে আসার পথে রাস্তায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তাড়ে জড়িয়ে মারা গেছে এক ট্রাক হেল্পার। গতকাল রোববার রাত অনুমান নয়টার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডের নালিতাবাড়ীস্থ শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় ক্রয় করে বোঝাইয়ের পর রাত পৌণে নয়টার দিকে গন্তব্যে যাওয়ার জন্য নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল ঢাকা মেট্রো ট-১৪-৯৪১৪ নং একটি ট্রাক। এসময় ট্রাকের হেল্পার ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল। পথিমধ্যে শেহড়াতলী চৌরাস্তা মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে থাকা পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে সঙ্গেসঙ্গেই ট্রাক হেল্পারের মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে ট্রাক থামিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায় ট্রাক চালক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ট্রাক হেল্পার ও পলাতক ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে ঘটনার পরপরই থানা পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকসহ থানায় নিয়ে আসে।

এই বিভাগের আরো খবর