শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ানী আদালতে মোকদ্দমা-আপিল দায়েরের অনুমতি

ডেস্ক নিউজ : অধস্তন দেওয়ানী আদালতে মোকদ্দমা ও আপিল দায়ের সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানী আদালতের সংশ্লিষ্ট সেরেস্তায় মোকদ্দমা ও আপিল দায়ের করা যাবে।

এতে বলা হয়, দেওয়ানী মোকদ্দমা ও আপিল গ্রহণ করে সংশ্লিষ্ট আদালত দেওয়ানী কার্যবিধি অনুসরণ করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তিতে সমন জারি করবেন। রেজিস্ট্রার জেনারেল জানান, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চলমান ভার্চুয়াল আদালত কার্যক্রম একটি সাময়িক ব্যবস্থা মাত্র। পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র পূর্ব প্রচলিত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হবে।

এই বিভাগের আরো খবর