শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার সাকিব

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাময়িকী ‘উইজডেন ক্রিকেট মান্থলি’ ক্রিকেটের তিন সংস্করণেই শতাব্দীর সেরা ক্রিকেটার নির্বাচন করেছে। এতে শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া টেস্টে একশ’ বছরের সেরা হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। যদিও এই শতাব্দীর মাত্র ২০ বছর কেটেছে।

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণায় ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচন করেছে উইজডেন। ক্রিকেটারদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছে কোন ম্যাচে ক্রিকেটারের ভূমিকা বা প্রভাব কতটুকু। সে হিসেবে তারা ম্যাচের ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ (সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার) নির্বাচন করেছেন। সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে ‘এমভিপি’।

সেই হিসেবে টেস্টে এই শতাব্দীর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডেতে সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। টি-টোয়েন্টিতে রশিদ খান।

উইজডেনের এই ‘এমভিপি’ নির্বাচনে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন ওয়ানডেতে দ্বিতীয় স্থানে। আর টেস্টে সাকিব ষষ্ঠ সেরা নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টিতে অবশ্য সেরা ২০-এ জায়গা হয়নি সাকিবের।

ওই বিশ্লেষণে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ডু ফ্লিনটপকে বলা হয়েছে, ‘একশ’ বছরের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার।’ উইজডেন মান্থলির চিফ এডিটর ব্যাখ্যায় বলেছেন, ‘অসাধারণ এক ক্রিকেটার তিনি। অসাধারণ দুটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৩-০৪ মৌসুমে তার ব্যাট থেকে ৫১ গড়ে ১২৬৪ রান এসেছে। স্ট্রাইক রেট ৯৬। এছাড়া ৪৬ উইকেট নিয়েছেন।’

মুরালিকে টেস্টের সেরা ধরার কারণ জানিয়ে উইজডেন মান্থলির সম্পাদক জো হারমান জানান, ভক্তরা ক্রিকেটারদের ওপর যে প্রত্যাশা করেন, তার কতটা মেটাতে পেরেছেন। ম্যাচে কতটা ভালা কিংবা খারাপ খেলেছেন তার হিসেব কষেছেন। প্রভাব বিশ্লেষণ করেছেন। মুরালি এবং ম্যাকগ্রা এখানে সেরার আলোচনায় চলে আসে। তবে অন্তত ১ হাজার ওভার বল করার হিসেবে মুরালি এগিয়ে গেছেন।

একনজরে উইজডেনের চোখে শতাব্দী সেরা এমভিপি-

টেস্টের সেরা ১০

১. মুত্তিয়া মুরালিধরন (৯৭.৫), ২. রবীন্দ্র জাদেজা (৯৭.৩), ৩. স্টিভ স্মিথ (৯১.৭), ৪. গ্লেন ম্যাকগ্রা (৮৯.৬), ৫. শন পোলক (৮৪.৯), ৬. সাকিব আল হাসান (৮৪.২), ৭. জ্যাক ক্যালিস (৮৩.৯), ৮. রবিচন্দ্রন অশ্বিন (৮৩.৯), প্যাট কমিন্স (৮৩.৩), শেন ওয়ার্ন (৮১.০২)।

ওয়ানডের সেরা ১০

১. অ্যান্ড্রু ফ্লিনটফ (২১.৩), ২. সাকিব আল হাসান (২০.৮), ৩. গ্লেন ম্যাকগ্রা (২০.৬), ৪. এবি ডি ভিলিয়ার্স (২০.৪), ৫. কেন উইলিয়ামস (১৯.১), ৬. বিরাট কোহলি (১৮.৯), ৭. শন পোলক (১৭.১), ৮. হাশিম আমলা (১৭.১), ৯. নাথান ব্র্যাকেন (১৭.০), ১০. জ্যাক ক্যালিস (১৬.৯)।

টি-টোয়েন্টির সেরা ১০

১. রশিদ খান (৭.১) ২. জাসপ্রিত বুমরা (৬.৭), ৩. ডেভিড ওয়ার্নার (৬.২), ৪. সুনীল নারাইন (৬.২), ৫. এবি ডি ভিলিয়ার্স (৫.৭), ৬. ক্রিস গেইল (৫.৬), ৭. এভিন লুইস (৫.৫), ৮. লাসিথ মালিঙ্গা (৫.২), ৯. ওয়াহাব রিয়াজ (৫.০), ১০. কুইন্টন ডি কক (৫.০)।

এই বিভাগের আরো খবর