শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লিভারপুলকে উড়িয়ে ছোট দলের কাছে হার ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক : চেলসির বিপক্ষে ম্যাচ হেরে চলতি প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৭ ম্যাচ আগে শিরোপা উল্লাসে মাতিয়েছে ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে শুক্রবার (৩ জুন) ঘরের মাঠে লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি ৪-০ গোলে উড়িয়ে লজ্জা দিয়েছে ম্যানসিটি।

তবে এবার দুর্বল দলের কাছে হেরে নিজেরাই লজ্জায় ডুবল পেপ গার্দিওলার ম্যানসিটি। পয়েন্ট তালিকার ১৩ নম্বর দল সাউদাম্পটনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হার দেখল আকাশি নীল জার্সিধারীরা। চলতি প্রিমিয়ার লিগে এটি ম্যানসিটির ৯ম হার। এই হারে ৩৩ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। শীর্ষ দল লিভারপুল থেকে পিছিয়ে আছে ২৩ পয়েন্টে।

ইতিহাদ স্টেডিয়ামে আগের লেগে ২-১ গোলে জেতা ম্যানসিটি সুখস্মৃতি নিয়ে পা রাখে সাউদাম্পটনে। রবিবার রাতে আধিপত্য ধরে রেখে খেলেও যায় দলটি। তবে প্রথমার্ধে হজম করা গোল শোধ করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার শিষ্যদের।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোলের দেখা পায় স্বাগতিক সাউদাম্পটন। সাউদাম্পটনের পক্ষে ম্যাচ জেতানো গোল করেন চে অ্যাডামস। ম্যাচে এরপরে দারুণ কিছু সুযোগ নষ্ট করে ডেভিড সিলভা, রিয়াদ মাহরেজ এবং রাহিম স্টার্লিংরা। তবে কাজে লাগাতে পারেনি একটাও।

এই বিভাগের আরো খবর