সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে নতুন করে আরও ১জন করোনা আক্রান্ত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে জাহিদুল ইসলাম (২৮) নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত আটটায় এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম। করোনা আক্রান্ত জাহিদুল ইসলাম কাজিপুর ঈদগা পাড়ার বাসিন্দা। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ: রিয়াজুল আলম জানান, আক্রান্তের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া পিসিআর থেকে ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে একজন করোনা পজেটিভ। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৫। এর মধ্যে সুস্থ্য ৩৪ জন, মৃত ৫ জন, রেফার্ড ৯ জন, চিকিৎসাধিন ৪৭ জন।

 

এই বিভাগের আরো খবর