বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের আশায় স্বার্থপর হয়ে ওঠেন মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক : অনেকগুলো ম্যাচ হাতে রেখেই এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল।  জার্গেন ক্লপের শিষ্যরা এখন আরও একটি মাইলফলকের সামনে। এই মৌসুমে ন্যুনতম ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতে তাদের চাই আর ৮ পয়েন্ট। গতকাল ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়ে এই লক্ষ্যে এগিয়ে গেছে লিভারপুল। আর ব্যক্তিগত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দলটির বড় তারকা মোহাম্মদ সালাহ। তবে এজন্য সতীর্থদের কাছে তিনি ‘স্বার্থপর’ হয়ে গেছেন। গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে সর্বোচ্চ ২২ গোল করা জেমি ভার্ডির চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে আছেন মিসরীয় তারকা সালাহ। গতকাল ব্রাইটনের জালে সালাহ একাই ৮টি শট নিয়েছিলেন। যে কারণে তাকে ‘চরম স্বার্থপর’ ছিলেন বলেই মনে করেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার গ্রায়েম সউনেস।

যার পেছনে একমাত্র কারণ গোল্ডেন বুট জয়। এ কারণে আক্রমণভাগের সতীর্থ সাদিও মানের সঙ্গে তার বোঝাপড়ায় অবনতি ঘটতে পারে বলেও মনে করেন গ্রায়েম সউনেস। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘সে আজ (কাল) শুরু থেকেই গোল খুঁজেছে। গোল্ডেন বুট তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি সুযোগে সে শট নিয়েছে। দু-তিনবার তার সতীর্থরা কিন্তু তা ভালো চোখে দেখেনি। আসলে সে সব সময়ই স্বার্থপর। আজ তো চরম স্বার্থপর ছিল। গোল্ডেন বুটটা সে খুব করেই জিততে চায়। দল লিগ জিতেছে। এ সাফল্যে তার অবদানও আছে। গোল পেয়েছে। দুর্দান্ত খেলেছে। তাই এখন সে গোল্ডেন বুট জিততে চায়। সে এখন যে দলে খেলছে, তারা সবাই গোলের সুযোগ সৃষ্টি করে। তাই সালাহ সুযোগ নিচ্ছে।’

এই বিভাগের আরো খবর