শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরন

শেরপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আজ (১১জুলাই) শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত ঐ অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দিদারুল আল আমিনের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিঃ দায়িত্বপ্রপ্ত) ডাঃ সোমাইয়া খাতুন সোমা প্রমুখ।
আলোচনা শেষে মাঠ পর্যায়ে কাজের মূল্যায়ন স্বরুপ সেরা ৬ ক্যাটাগরির মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়। এ সময় নকলা প্রসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রিন্ট অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর