শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল

ডেস্ক নিউজঃ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)।

আজ সোমবার (১৩ জুলাই) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য শিল্পপতি।

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠাতা তিনি। যমুনা গ্রুপের অধীনে গড়ে তুলেছিলেন অন্তত ৪১টি শিল্প প্রতিষ্ঠান।

দৈনিক ‍যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বণিক বার্তাকে জানান, নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জুন থেকে এভারকেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

এই বিভাগের আরো খবর