শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার সংক্রমণ বাড়ছে, চাকরিজীবীদের ঈদের ছুটি বাতিল

ডেস্ক নিউজ : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বস্তরের চাকরিজীবীদের আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিজ নিজ কর্মস্থলে হাজির থাকার নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার রাতে এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায়, আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়ে এ সংক্রমণের বিস্তার রোধে সরকারি ও ঐচ্ছিক ছুটিতে সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিজনিজ কর্মস্থলে আবশ্যিকভাবে অবস্থান করার নির্দেশ দেওয়া হলো।’

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই বিভাগের আরো খবর