সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটার রাকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনি। লাল-সবুজের দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রকিবুল হাসান। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না হলেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। এই রাকিবুল হাসানের জীবনী নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি হবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে করা প্রথম সিনেমা।

সিনেমার চিত্রনাট্য লিখবেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই খবর দিয়েছেন।

দেবব্রত জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান তাঁর জীবনের ওপর ভিত্তি করে সিনেমা তৈরির জন্য চুক্তি সই করেছেন। এই সিনেমার নাম পরে ঘোষণা করা হবে।

সিনেমাটি পরিচালনা করবেন বান্টি আফজাল। প্রযোজক হিসেবে থাকবেন রুমানা শারমিন স্বাতী।

বাংলাদেশ জাতীয় দলের দ্বিতীয় অধিনায়ক রকিবুল হাসান। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৬ ফেব্রুয়ারি ‘জয়বাংলা’ স্টিকার লাগানো ব্যাট নিয়ে তখনকার পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক একাদশের বিপক্ষে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ব্যাটে জয় বাংলা স্টিকার লাগিয়ে রীতিমতো সাড়া জাগিয়ে ছিলেন তখনকার ১৮ বছরের রকিবুল।

এই বিভাগের আরো খবর