মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বুধবার (১৫ জুলাই) এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাধবদী থানাধীন ভূইয়ম গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ রানা (৩৫),পিতা-আল আমিন, (২) মোঃ আফজাল (২৫),পিতা-নেহার উদ্দিন, (৩) মোঃ কাউসার দেওয়ান (৩৫),পিতা-শফি উদ্দিন দেওয়ান, তাদের সর্ব গ্রাম -ভূইয়ম বেলাব, থানা-মাধবদী,জেলা-নরসিংদীদের দখল হতে ০২ (দুই) কেজি গাঁজা ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী কাউসারের বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ ।