বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষের চারা রোপণ

শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে একযোগে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল শেরপুরের নকলায় সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বন বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা বন কর্মকর্তা ওলীদ বিন মতিন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদকিরা উপস্থিত ছিলেন। একই দিনে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের গুচ্ছ গ্রামে এই কর্মসূচীর আওতায় বৃক্ষের চারা রোপণ করা হয়।

এই বিভাগের আরো খবর