মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার (১৬ জুলাই ) এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন ঘোড়াদিয়ার হৃদয় স্টোরের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) শফিকুল ইসলাম শফিক (৫২),পিতামৃত-ইব্রাহিম মিয়া, গ্রাম -শ্রীমঙ্গলকান্দি,থানা-বানিয়াচং,জেলা-হবিগঞ্জ, তারা ঘোড়াদিয়া (হাজী সাত্তারের বাড়ির ভাড়াটিয়া),থানা ও জেলা- নরসিংদী,(২) ছোটন মিয়া (৩০), পিতা-মমতাজ উদ্দিন,সাং-পুরানপাড়া,থানা ও জেলা- নরসিংদীদের দখল থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ ।