শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌবাহিনী প্রধান হলেন ভাইস এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

ডেস্ক নিউজ :  ভাইস এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

আজ শনিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন-২০১৮ অনুযায়ী আগামী ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত, তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

এই বিভাগের আরো খবর