বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১ ডাকাত গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্য গ্রেফতার। আজ শনিবার (১৮ জুলাই) রায়পুরা থানার এসআই কবীর হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ভোর রাত ০২:৪০ ঘটিকায় রায়পুরা থানাধীন ডৌকারচর সাকিনস্থ তেলিপাড়া সাকিনস্থ জসিম উদ্দিনের স’মিলের পশ্চিম পার্শ্বে জনৈক নীল মিয়ার কলাবাগানের ভিতর হতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যরা ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে ডাকাত (১) জাহিদ সরকার @ জাহাজ (৪৫), পিতাভমৃত-কালা মিয়া, গ্রাম -কুন্দারপাড়া, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে। তার সঙ্গীয় অন্যান্য ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারের সময় আসামী জাহিদের কোমড়ে গোঁজা ১টি স্টীলের চাকু ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীরা সমবেত হয়ে রায়পুরা থানা এলাকায় ডাকাতি সংঘটনের জন্যে প্রস্তুতি নিচ্ছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামী জাহিদ সরকার @ জাহাজের বিরুদ্ধে ইতোপূর্বে ২টি খুন মামলা, ১টি ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর