শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুজিববর্ষেই সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন’

ডেস্ক নিউজ : বর্তমান পরিস্থিতিতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন ৯৪.৪০ শতাংশ, যা অনেকটাই ভালো। ২০২০-২১ অর্থবছরে অবশ্যই যেন শতভাগ বাস্তবায়িত হয়, সে লক্ষ্যেই নির্ধারিত পরিকল্পনা অনুসারে সবাইকে আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে।

গতকাল রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন।

তিনি বলেন, মুজিববর্ষেই সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এরই মধ্যে ৯৭ শতাংশ বিদ্যুতায়ন হয়েছে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১০৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৪ হাজার ৬২৬ দশমিক ৬৫৮ কোটি টাকা। বাস্তবায়ন ৯৪.৪০ শতাংশ।

অনলাইনে এই সভায় অন্যদের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সংশ্লিষ্ট সংস্থার প্রধানরা সংযুক্ত ছিলেন।

এই বিভাগের আরো খবর