শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু-১: আহত-১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ছোবাহান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও জামাল মিয়া (৫০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোবাহান মিয়া বাউসা গ্রামরে জনি মিয়ার পুত্র ও আহত জামাল মিয়া একই গ্রামের হুরমুজ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাউসা গ্রামে বন্যার পানিতে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায় ছোবাহান মিয়া। মাছের সাথে কারেন্ট জালে একটি বিষাক্ত সাপও আটকে থাকে। রাতের বেলায় পানি থেকে কারেন্ট জাল তুলে কাঁেধ করে নিয়ে আসার সময় শরীরের পিছনে কামড় দেয় আটকে থাকা সাপটি। সাপের কামড়ের বিষয়টি সে টের না পেয়ে পানি থেকে পাড়ে উঠার সময় রাস্তায় থাকা জামাল মিয়াকে কারেন্ট জালটি ধরতে বলে ছোবাহান মিয়া। তার কথামত কারেন্ট জালটি ধরতে গেলে তার হাতে কামড় দেয় সেই বিষাক্ত সাপ। তখন জামাল মিয়া ছোবাহনকে বলে জাল ধরতে গিয়ে তাকে কিসে জানি কামড় দিয়েছে। তখন টর্চ লাইট জালিয়ে দেখে কারেন্ট জালে আটকে আছে বিষাক্ত সাপ। তড়িঘরি করে রাতেই ছোবাহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যান ছোবাহান। অপরদিকে জামাল মিয়ার অবস্থা আশংখাজনক হওয়ায় তাকেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর