মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার পর এবার সাকিবের মা’ও করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। এর আগে গত রবিবার সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হলেও সাকিবের মায়ের শরীরে কোনো উপসর্গ নেই বলে জানা গেছে। সাকিবের মা এবং বাবা দুজনই চিকিৎসকের পরামর্শ মেনে মাগুরায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

উল্লেখ্য, পরিবারসহ সাকিব আল হাসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আইসিসির নিষেধাজ্ঞায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটের বাইরে তিনি। যে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে অক্টোবরে।

এই বিভাগের আরো খবর