ডেস্কনিউজঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যেখানে অন্যায় দেখছি, সেখানেই ব্যবস্থা নিচ্ছি। কাউকেই ছাড় দিচ্ছি না। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও যেখানে অনিয়ম দেখা দেবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কারের অনেকগুলোই স্বাস্থ্যসেবার মাধ্যমে অর্জিত হয়েছে। যেমন- ভ্যাকসিন হিরো, সাউথ সাউথ ইত্যাদি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমাতে পারলে আরো ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো ।