রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ারেন্টিন থেকে পালিয়ে বান্ধবীর জন্মদিনে লুকা ইয়োভিচ!

কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে ফেললেন খোদ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লুকা ইয়োভিচ! বেলগ্রেডের রাস্তায় পার্টি করতে দেখা গেছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ডকে। এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বর্নাবিচ।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে ঘরে বন্দি রাখা। রোগাক্রান্ত কারও সংস্পর্শে এলে তাকে অবশ্যই কোয়ারেন্টিনে যেতে হবে।

ব্যাপক হারে সংক্রমিত স্পেন থেকে আসায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল ইয়োভিচের। কিন্তু তাকে বেলগ্রেডের রাস্তায় বান্ধবী সোফিয়া মিলোসেভিচের জন্মদিন উদযাপন করতে দেখা গেছে।

দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ বললেন, ‘সে যদি তার বাসা থেকে বের হয়, তাকে গ্রেফতার করা হবে। আমি মনে করি সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত।

আমি তাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তোমাদের মিলিয়ন মিলিয়ন অর্থের চেয়ে আমাদের কাছে এই দেশের মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এই বিভাগের আরো খবর