ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি’-এ অঙ্গীকার নিয়ে করোনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান।
মো. আবদুল হামিদ বলেন, ‘করোনা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাপনে ও চলাফেরায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি-এটাই হোক সবার অঙ্গীকার।