শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ডেস্ক নিউজ : রাজধানীর তেজগাঁও এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট এর মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের ২য় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল হতে মগবাজার রেলক্রসিং পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইন করা হবে বর্ণিত সময়ে।

তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া এবং কাছাকাছি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর