মাধবদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নরসিংদী কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নরসিংদী ও জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের জবেদা ভূইয়া আদর্শ বিদ্যানিকেতন স্কুলের মাঠে এ সভার আয়োজন করা হয় এবং কান্দাইল গ্রামের উপড় দিয়ে বয়ে যাওয়া গজাইরা নামক খালের পাড়ে বৃক্ষ রোপন করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল ইসলাম ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী, উপ-বিভাগীয় প্রকৌশলী নরসিংদী পৌর বিভাগের মোঃ দীন ইসলাম, আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান অালহাজ্ব মোঃ নাজিম উদ্দীন ভূইয়া রিপন, আমদিয়া ইউনিয়নের ইউপি সদস্যগণ, ও অামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সরকার সারা দেশে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দশ লক্ষ গাছের চারা রোপন করা হবে। তারই ধারা বাহিকতার অংশ হিসাবে আজ বৃক্ষ রোপন করা হয়েছে আপনাদের এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি কৃষি ও বনায়নে জোর প্রদান করেছেন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ পায়। আপনারা সরকারের এই জনবান্ধন কাজ গুলোতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আমি আশা করি। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাই কে কাজ করতে হবে। বঙ্গবন্ধু ছিল বলেই স্বাধীন দেশ আমরা পেয়েছি আর প্রধানমন্ত্রী আছেন বলেই দেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান অালহাজ নাজিমদ্দীন ভূইয়া রিপন সহ উপস্থিত
অন্যান্য অথিতিগণ।