শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ফেনসিডিল ও ইয়াবাসহ চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চিহ্নিত (৬) ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার (১৪ আগষ্ট ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ,এসআই তাপস কান্তি রায়,এসআই মাহমুদুল হাসান,এসআই মারুফ নরসিংদী জেলার বিভিন্ন থানায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ০৬ (ছয়) জনকে গ্রেফতার করে। এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী সদর ভেলানগর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ টুটুল (১৯),পিতা-মুন্তাজ উদ্দিন,(২) মোঃ মনির হোসেন(৪৫) ,পিতা-মুন্তাজ উদ্দিন,উভয় মহল্লা -ভেলানগর, থানা ও জেলা-নরসিংদীদের ৩৫ (পয়ত্রিশ)বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এসআই মাহমুদুল হাসান ও এসআই মাহমুদুল হাসান মারুফ মাধবদী থানার কুড়েরপাড় এলাকা থেকে  মাদক ব্যবসায়ী (১)মোঃ সুজন মিয়া(৩৫), পিতা-আবুল কাশেম,সাং-কুড়েরপাড়, থানা-মাধবদী,জেলা-নরসিংদীকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই তাপস কান্তি রায় নরসিংদী সদর থানার দত্তপাড়া এলাকা থেকে  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) জিব্রাইল ওরফে জিবরাইল ওরফে জিপু ওরফে দীপু (২৬),পিতামৃত-বাদল মিয়া, গ্রাম -দত্তপাড়া,(২) আব্দুল্লাহ ওরফে আলিফ (২০),পিতা-পিয়ার হোসেন,মহল্লা- পশ্চিম দত্তপাড়া,(৩) উজ্জল(২১),পিতা মৃত-পিয়ার হোসেন, গ্রাম -হাজীপুর, সর্বথানা ও জেলা-নরসিংদীদের ৮০ (আশি) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী ০৬ (ছয়) জন, তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার ৩৫(পয়ত্রিশ)বোতল, এবং ইয়াবা উদ্ধার ১১০ (একশত দশ) পিস । এ সংক্রান্তে পৃথক পৃথকভাবে তিনটি এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর