শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” শ্লোগাণে নারী জাগরণের অগ্রপথিক মহীয়সী নারী বেগম রোকেয়া দিবস-২০২০ পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প এবং স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহযোগীতায় র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, ২ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আরমান আলি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসলেমা খাতুন মুসি প্রমুখ। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, রোকেয়ার আদর্শে আদর্শিত হয়ে নারীদের নানামূখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তবেই এক সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন র‌্যালি ও আলোচনা সভায় আগত ব্যক্তিবর্গ।
র‌্যালি ও আলোচনা সভায় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর