মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা মার্কার পক্ষে রাজিব দাশের উদ্যোগে এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। মাইকিং, পথ সভা, গণসংযোগসহ চলছে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা। আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সোমবার (২৫ জানুয়ারি) মাল্টা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশের উদ্যোগে এক বিশাল পথ সভা, গণসংযোগসহ করেছে চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের জনসাধারণ। এতে অংশ নেয় মহিলা, পুরুষ, ছাত্র, ছাত্রী সহ আরও অনেকে।

মাল্টা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ পথ সভায় মাল্টা থেকে মুঠোফোনে জানান, কি করল তা নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনায় জয় ছাড়া কিছুই নেই। তিনি বলেন, নৌকা মার্কার বিজয়ের জন্য আওয়ামী লীগের সকলে বিভেদ ভুলে এখন ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। শেষ পর্যন্ত ২৭ জানুয়ারির নির্বাচনে নবীন প্রবীণের লড়াইয়ে কে জিতে সেটাই দেখার অপেক্ষায় চট্টগ্রামবাসী।

রাজিব দাশ আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারাই ১৫ আগস্টের মতো নারকীয় ঘটনা ঘটিয়েছে। তারা এখন দেশকে পাকিস্তান বানাতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এ অপচেষ্টা রুখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী পথসভায় মাল্টা থেকে রাজিব দাশ মুঠোফোনে এসব কথা বলেন।

রাজিব দাশ আয়োজিত পথ সভায় থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতারা সকলে নৌকার পক্ষে ভোট দাবি করেন।

এসময় আওয়ামীলীগ মনোনীত ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পুলক খস্তাগীর কে ঠেলাগাড়ি মার্কায় এবং ৩৩, ৩৪ এবং ৩৫ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুন্নেছা দোভাষ বেবীকে গ্লাস মার্কায় ভোট দিতে আহব্বান জানায় রাজিব দাশ।

পরিশেষে রাজিব দাশ বলেন, ২৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

এই বিভাগের আরো খবর