নিজস্ব প্রতিবেদকঃ
ফ্রসে আভেক রাব্বানীর প্রতিষ্ঠাতা ও সেবাদানমূলক প্রতিষ্ঠান ‘অফিওরা’ এর নির্বাহী পরিচালক কৌশিক রাব্বানী খান ফ্রান্সের (STAINS) পৌর এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গাজীপুরের এ মেধাবী তরুণ শনিবার (২৩ জানুয়ারি) কাউন্সিলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
২০২০ সালের ১৫ ই মার্চে ফ্রান্সে মিউনিসিপালিটি (সিটি কর্পোরেশন) নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ফ্রান্সের বিভিন্ন পৌর এলাকা থেকে বাংলাদেশী বংশোদ্ভূত ১২ জন ফরাসি নাগরিক নির্বাচনে অংশ নেয়।
ঐ নির্বাচনে রাব্বানী খানের প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়। বিজয়ী মেয়র আজেদিন তায়েবীর নেতৃত্বাধীন ঘোষিত প্যানেলে কৌশিক রাব্বানী খান কাউন্সিলর হিসেবে অপেক্ষমান ছিলেন, অতিসম্প্রতি প্যানেলের রদবদলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্তা শহরের কাউন্সিলরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
তরুণ রাব্বানীর কাউন্সিলর হিসেবে দায়িত্বভার গ্রহণের খবর প্রকাশ হবার পর ইতিমধ্যে ফ্রান্সের বাংলাদেশ কমিউটিতে বেশ উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রবাসীরা ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এর মাধ্যমে ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশী তরুণদের দৃঢ় পদচারণার নব দিগন্তের সূচনা হিসেবে দেখছেন প্রবাসীরা।