রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় নতুন আক্রান্ত ২ জন, সুস্থ আরও ৬ জন

করোনাভাইরাসে ২৪ ঘন্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। গত ২৪ ঘন্টায় আরও ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫১ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫১ জনের মধ্যে ইতোপূর্বে ৫ জন আমাদের ছেড়ে চলে গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন না থাকায় তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। মোট সুস্থ হয়েছেন ২৫ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।’

এই বিভাগের আরো খবর