শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আঃ ছামাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১৭ জুন বুধবার উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে। আঃ ছামাদ ওই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্হানীয়বাসিন্দারা জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে আঃ ছামাদ পাশের ধলিবিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। ছামাদ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে তার পারিবারিক সুত্রে দাবি করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর