বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত রোগী ছাড়ালো একশো

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কভিড-১৯) দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন।

নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। মোট ৪৪৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩৩৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭ জন আইসোলেশনে আছেন।

অবশ্য এর আগে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৯ জন।

মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন নারায়ণগঞ্জের। তিনি জানান, এখন পর্যন্ত মোট আক্রান্তের ৬৪ জন ঢাকার। নারায়ণগঞ্জের ২৩ জন। এর পরেই রয়েছে মাদারীপুর। এছাড়া ঢাকা শহরের বাইরে ঢাকা জেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরো খবর