বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত: ঘাতক পিকআপ ভ্যান চালক আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে ট্রলি চালক ছোবাহান (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫জুন) বিকাল অনুমান সোয়া ৫টার দিকে নকলা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোবাহান উপজেলার দক্ষিন নকলার সুরুজ্জমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেলে শেরপুরগামী পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক গুরুতর আহত হলে স্থানীয়রা নকলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোবাহানকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নকলা থানা হেফাজতে নিয়ে আসে। পরে নকলা থানা পুলিশ বিষয়টি সদর থানাকে অবগত করলে সদর থানা পুলিশ পিকআপ ভ্যান ও চালককে আটক কেেরছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক কেেরছে শেরপুর সদর থানা পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যাবস্থার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর