বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে যুব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃক্ষ রোপন

শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্বেচ্ছা সেবী সংগঠন যুব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বনজ, ফলদ এবং ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।

গতকাল শনিবার (২৭জুন) শেরপুর শহরের জেলা পরিষদের সামনে , নবারুন পাবলিক স্কুল প্রাঙ্গনে, শহরের ও গ্রামের বিভিন্ন মসজিদসহ বিভিন্ন পয়েন্টে এসব বৃক্ষ রোপন করা হয়।

এ সময় জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল আলম উৎপল, জেলা ছাত্রলীগ এর সভাপতি শোয়েব আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুব সমাজ কল্যাণ সংস্থা’র পরিচালক লুৎফর রহমান লিখনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

যুব সমাজ কল্যাণ সংস্থা’র পরিচালক লুৎফর রহমান লিখন জানান, আমাদের সংস্থার পক্ষ থেকে মাস ব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চলবে এবং এসব গাছে চারা বিতরণও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর