বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী (১৪)। ঘটনাটি ঘটে ২৯জুন সোমবার বিকালে উপজেলার ফাকরাবাদ গ্রামে। ওই স্কুল ছাত্রী ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে। সে ওই গ্রামের ছামিদুল হকের কণ্যা। সামিদুল হক সোমবার তার কিশোরী কন্যার বিয়ের দিন নির্ধারন করেন। সে অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতাও চলছিল পুরোদমে। কিন্তু বর আসার পূর্বেই খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি)জয়নাল আবেদীন ওই বাড়িতে উপস্থিত হন। পরে বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বিয়েটি বন্ধ করে দেন। এছাড়া বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলিকা নেয়ার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সাথে সহযোগিতায় ছিলেন থানার এসআই সাইদুল ইসলাম।

এই বিভাগের আরো খবর