সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী লকেট

ডেস্কনিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অভিনেত্রী ও সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার তার কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন হুগলির এমপি ও বিজেপির সাধারণ সম্পাদক লকেট। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তবে জ্বর থাকায় চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে তাকে।

শুক্রবার বিকাল ৩টার দিকে নাগাদ লকেট চট্টোপাধ্যায় টুইটবার্তায় লেখেন, আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত প্রায় এক সপ্তাহ ধরেই যে আমি হোম আইসোলেশনে রয়েছি।

অভনেত্রী লকেটের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ৫-৬ দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। মৃদু জ্বর ছিল। তাপমাত্রা থাকছিল ৯৯ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি।

জ্বর আসতেই হোম কোয়ারেন্টিনে চলে যান বলে জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

অভিনেত্রী লকেট বলেন, ‘খুব বেশি অসুস্থ বোধ করছি না। শুধু অল্প জ্বরটাই রয়েছে। তাই এখনও হাসপাতালে যাইনি। বাড়িতেই থাকব, নাকি হাসপাতালে যেতে হবে, সেটা চিকিৎসকরাই স্থির করবেন।’

এই বিভাগের আরো খবর