রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) বেলা ১১টার দিকে শেরপুরের নকলায় বিহাড়ীরপাড় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফনের আগে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ আবুল মনসুর আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর