শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে বাঁচতে মাস্ক পরছে বানর!

ডেস্ক নিউজ : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ২১ লাখ ৬৭ হাজার ৪৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫২ হাজার ৫০ জন। কিন্তু করোনার কোনো টিকা এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি।

সে কারণে মানুষে মানুষে শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার করে ও নিয়ম করে হাত পরিষ্কার রেখে করোনা থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কিন্তু মানুষ কি সেই গুরুত্ব দিচ্ছে মাস্ক পরার ব্যাপারে? অধিকাংশই হয়তো দিচ্ছে, কিন্তু বাকি রয়ে যাচ্ছে অনেকেই। দেখা যাচ্ছে, অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে মাস্ক ছাড়া। আর সেখানেই ‘নিয়ম’ মানা কাকে বলে, দেখিয়ে দিল একটি বানর!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে একটি কাপড়ে মুখ ঢেকে প্রকাশ্যে হাঁটাচলা করছে বানরটি। তার সেই নিয়ম মানার দৃশ্য দেখে রীতি মতো মুগ্ধ নেটিজেনরা।

ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি প্রথমে সোশ্যাল মিডিয়ায় দেন। সেখানে দেখা যাচ্ছে, কাপড়টি নিয়ে বেশ কিছুক্ষণ সেটি পর্যবেক্ষণ করছে বানরটি। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর মাথা থেকে গলা পর্যন্ত জড়িয়ে নেয় সে। রোদের হাত থেকে বাঁচতে নারীরা যেভাবে মুখ ঢেকে নেয়, অবিকল যেন সেভাবে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ বানরের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। বানরের এ ধরনের বুদ্ধির নজির বারবার প্রকাশ্যে এসেছে বলেও মানছেন অনেকে।

করোনা আবহে বাড়ির পোষা প্রাণীদের জন্য অনেকেই মাস্ক ব্যবহার করছেন। নিত্যনতুন মাস্ক পোষ্যদের জন্য বিক্রিও হচ্ছে দেদারসে। কিন্তু রাস্তা থেকে পাওয়া কাপড় মাস্কের মতো ব্যবহার করছে বানর, এ দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলেই মতামত অনেকের।

এই বিভাগের আরো খবর