ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তাকে খোঁজা হচ্ছে, তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাকে গ্রেফতার করা হবে। যে কোনো সময় সাহেদ গ্রেফতার হবেন। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাহেদকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আত্মসমর্পণ করা। তিনি বলেন, সাহেদকে ধরতে র্যা ব-পুলিশ খুঁজছে। আশা করি, খুব শিগগিরই তা জানাতে পারব। সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুতই এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে। এ সময় সাহেদ গ্রেফতার না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতারের সব ধরণের চেষ্টা চলবে বলে জানান আইজিপি বেনজীর আহমেদ।