সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্তব্ধ আজ বাংলা

স্তব্ধ আজ বাংলা

———————————

করোনা নামক মহামারি
ছড়িয়েছে আজ বিশ্বে,
তাইতো সবাই বন্দি
আজ ঘরের মধ্যেতে।
প্রকৃতি আজ সেঁজেছে
নতুন এক রুপে,
মানুষের পরাধীনতা থেকে
মুক্তি পেয়ে।

বিশ্ববাসীর করুণদশা
করোনার জন্যে,
সবার মনে আকাঙ্খা
যাবে ঘড়ের বাইরে কবে।হাঁটবে আবার কবে তাঁরা
খোলা আকাশেরী তরে,
শিশু -কিশোর আজ
বড় একা
বন্ধু -বান্ধবদের ছেড়ে।
নিস্তব্দ আজ
বাংলার বাজার গুলি,
নেইতো আজ গ্রামে
ফেরিওয়ালার ডাক।
নেইতো আজ বিকেলে
শিশুদেরী খেলা,
স্তব্দ আজ
বাংলার প্রকৃতি।

নেইতো আজ গ্রামেরি
ঐতিহ্যের মেলা,
নেইতো আজ বাঙ্গালির মুখের হাঁসি।
ক্ষুদায় আজ কাঁতর
বাংলার গরীব দু:খি,
সবারি এক চাওয়া
করোনা থেকে মুক্তি।
করোনা কবে যাবে চলে
এই বাংলা থেকে
তাইতো সবাই প্রতিক্ষায় দিন গুনে।

কবি,
মো: নাজমুল হোসেন

 

এই বিভাগের আরো খবর