শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করলেন হুইপ আতিক

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে অসহায় নারীদের মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাইমেশিন বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের জি. কে পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ বুলবুল হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফর কবিরের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. শারমিন রহমান অমি।
এছাড়াও শেরপুর প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় হুইপ আতিক বলেন, বর্তমান সরকার সকল বিভাগেই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছেন।

এই বিভাগের আরো খবর