শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বৃষ্টিপাত টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলের কারনে নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়নে ব্র²পুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় হাজারো পানি বন্দী মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২জুলাই) বিকেলে পানি বন্দী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান প্রতিবেদককে জানান, পানি বন্দী ৫শ৭৫ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর